জুলাই যোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি, পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের

0
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন তারেক রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ জুলাই-আগস্টের গণ-আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে আখ্যা দিয়ে তাঁদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটি পৃথক বিভাগ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও গুরুতর আহতদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, “একাত্তরের মুক্তিযোদ্ধারা যেমন স্বাধীনতা এনেছিলেন, চব্বিশের যোদ্ধারাও সেই স্বাধীনতা রক্ষায় লড়াই করেছেন। তাই তাঁরাও মুক্তিযোদ্ধা।” তিনি উল্লেখ করেন, জুলাইয়ের এই গণহত্যায় প্রায় দেড় হাজার মানুষ শহীদ এবং ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। তাঁদের এই ত্যাগকে রাষ্ট্রীয় মর্যদায় অভিষিক্ত করা হবে। বিএনপি জনগণের রায়ে সরকার গঠন করলে আহতদের সর্বোচ্চ চিকিৎসা এবং যোগ্যতা অনুযায়ী অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র নেবে।

তারেক রহমান আরও বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন মুক্তিযোদ্ধাদের জন্য মন্ত্রণালয় গঠন করেছিল। আগামীতে জুলাই যোদ্ধাদের জন্য মন্ত্রণালয়ের অধীনে নতুন বিভাগ খোলার মাধ্যমে তাঁদের পরিবারকে রাষ্ট্রীয় কাঠামোর আওতায় আনা হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হলে শোকের ধারাবাহিকতা চলতেই থাকবে উল্লেখ করে তিনি আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের বিজয়গাঁথা রচনার আহ্বান জানান।