0
যশোর জেলা বিএনপি কার্যালয়ে সাবেক যুবদল নেতা এহসানুল হক মুন্নার স্মরণসভায় বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটানোর পর এখন গণতন্ত্রকে স্থায়ী রূপ দেয়ার সময় এসেছে। যে গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে বেগম খালেদা জিয়া জীবনভর লড়াই করেছেন, তা প্রতিষ্ঠায় আমাদের যেকোনো মূল্যে জিততে হবে।” শুক্রবার বিকেলে যশোর জেলা বিএনপি কার্যালয়ে জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্নার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক নার্গিস বেগম সতর্ক করে বলেন, এই লড়াইয়ে ব্যর্থ হলে দেশ এমন অন্ধকারে নিমজ্জিত হবে যেখান থেকে আলোর পথে ফেরা অসম্ভব হয়ে পড়বে। তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী চক্রের তৎপরতা রোধে সকল বিভেদ ভুলে নিজেদের ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান। প্রয়াত নেতা এহসানুল হক মুন্নার স্মৃতিচারণ করে তিনি বলেন, সামরিক শাসনের দুঃসময়ে মুন্না জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে সৈ¦রাচারের বিরুদ্ধে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে গুরুতর অসুস্থ অবস্থায় মিথ্যা মামলায় কারাবরণ করলেও তিনি আমৃত্যু দলের আদর্শ লালন করেছেন।

জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মারুফুল ইসলাম, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম এবং যুবদল ও বিএনপির জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে প্রয়াত নেতার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।