জামায়াত জোট থেকে বেরিয়ে আসার কারণ জানালেন গাজী আতাউর

0
পুরানা পল্টনে সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোট ত্যাগের যৌক্তিকতা তুলে ধরছেন ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইসলামপন্থি জনতার আবেগ এবং ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়ার অঙ্গীকার ব্যক্ত করে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোট ভাঙার নেপথ্য কারণ স্পষ্ট করেন দলের মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

গাজী আতাউর রহমান বলেন, “আমরা ইনসাফ ও আদর্শের রাজনীতি করি। কিন্তু জোটের শেষ পর্যায়ে এসে লক্ষ্য অর্জিত না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। জামায়াতের আমির খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন যে, তারা ক্ষমতায় গেলে শররিয়া আইন নয় বরং প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনা করবেন। এই বক্তব্যের পর আমাদের লক্ষ্য ও স্বপ্নের মধ্যে বড় ধরনের ফারাক তৈরি হয়েছে। আমরা ইসলামপন্থি জনতার আবেগের সঙ্গে প্রতারণা করতে পারি না।”

আসন বণ্টন নিয়ে বৈরিতার ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলন নৈতিকভাবে কারও চেয়ে দুর্বল নয়। নীতি ও আদর্শের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি।” সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের ২৬৮ জন প্রার্থী লড়াই চালিয়ে যাবেন এবং কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। ইসলামি শক্তির ‘ভোটের বাক্স’ হেফাজত করতেই এই একক লড়াইয়ের সিদ্ধান্ত বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।