শহীদ ওসমান হাদির বড় ভাই ওমর হাদিকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ

0
বার্মিংহামে সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব হলেন শহীদ ওসমান হাদির ভাই ওমর হাদি ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ওমর বিন হাদি। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম রূপকার ও ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির বড় ভাই। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অন্য যেকোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন। শহীদ শরিফ ওসমান বিন হাদি ছিলেন ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চে’র প্রতিষ্ঠাতা আহ্বায়ক। গত ডিসেম্বরে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাতবরণ করেন। সরকার জনস্বার্থে তাঁর পরিবারের এই সদস্যকে কূটনৈতিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রদান করল।