যশোরে জেলা যুবদলের সাবেক সভাপতি মুন্নার রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপির দোয়া মাহফিল

0
যশোর জেলা বিএনপি কার্যালয়ে মরহুম এহসানুল হক মুন্নার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাতরত নেতৃবৃন্দ ।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা যুবদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা এহসানুল হক মুন্নার রুহের মাগফিরাত কামনা করে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার বাদ আসর শহরের জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি এই মাহফিলের আয়োজন করে।

দোয়া মাহফিলে এহসানুল হক মুন্নার জীবন ও কর্ম তুলে ধরে বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, সাবেক সহসভাপতি অ্যাড. মোহাম্মদ ইসহক,  সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুস সালাম আজাদ, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম,  নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ,  সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান,  জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা কৃষক দলের আহ্বায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন,  জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ। দোয়া অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও জান্নাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের লালদীঘির পাড়স্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এহসানুল হক মুন্না। তার মৃত্যুতে যশোরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নিয়ে মরহুমের আত্মার শান্তির জন্যে দোয়া প্রার্থনার পাশাপাশি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করেন।