সিইসির সঙ্গে বৈঠকে পোস্টাল ব্যালট নিয়ে উদ্বেগের কথা জানাল বিএনপি

0
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিদেশে পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে অনিয়ম ও জালিয়াতির আশঙ্কায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে জরুরি বৈঠক করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সাক্ষাতে অংশ নেন।

বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “বিদেশে একটি নির্দিষ্ট বাসায় দুই শতাধিক ব্যালট পেপার পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় ভুলের কারণে বিএনপি ভিকটিমাইজড হচ্ছে।” তিনি আরও প্রস্তাব করেন, সব দলের প্রতীকের পরিবর্তে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার প্রার্থীদের প্রতীক দিয়ে ব্যালট ছাপানো উচিত এবং ভোটার স্লিপে প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এছাড়াও তারেক রহমানের সফর স্থগিত নিয়ে অন্য দলগুলোর মন্তব্যকে আচরণবিধির লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বাহরাইনের ঘটনায় কোনো ব্যালট পেপার খোলা হয়নি। মূলত বাহরাইন পোস্টের পদ্ধতিগত কারণে ১৬০টি ব্যালট এক স্থানে রাখা হয়েছিল, যা প্রবাসীরা নিজেদের মধ্যে বিতরণের সময় ভিডিও ধারণ করেন। ইতোমধ্যে অবিলীকৃত ১২৯টি খাম দূতাবাসের মাধ্যমে ফেরত নেওয়া হয়েছে। ইসি দাবি করেছে, তথ্যের গোপনীয়তা লঙ্ঘিত হয়নি, তবে পদ্ধতিগত কোনো ব্যত্যয় ঘটেছে কি না তা বাহরাইন পোস্ট তদন্ত করে দেখবে।