ইসলামী আন্দোলনের জন্য ৫০টি রেখে ২৫০ আসনে সমঝোতা জামায়াতসহ ১০ দলের, রাতে প্রার্থী ঘোষণা

0
মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসন সমঝোতা নিয়ে ১০ দলের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ নির্বাচনী রাজনীতিতে বড় ধরনের মেরুকরণ ঘটিয়ে ২৫০টি আসনে সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ১০টি রাজনৈতিক দল। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত শীর্ষ নেতাদের বৈঠকে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ গঠনের এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে এই ২৫০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, ৩০০ আসনের মধ্যে ২৫০টিতে শরিক দলগুলোর প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি ৫০টি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ফাঁকা রাখা হয়েছে। ইসলামী আন্দোলনকে এই ঐক্যে যুক্ত করার লক্ষ্যে আলোচনার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে। বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, এনসিপির নাহিদ ইসলামসহ শীর্ষ নেতৃবৃন্দ।

এদিকে, ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানিয়েছেন, আলোচনার দরজা এখনো বন্ধ হয়নি। অন্যদিকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এক ফেসবুক বার্তায় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির মোহাম্মদ মুনতাসির আলি জানান, ইসলামী আন্দোলন না এলে পরবর্তীতে বাকি ৫০ আসনেও প্রার্থী ঘোষণা করা হবে।