রাখাইনে ত্রিমুখী সংঘর্ষ, ওপারের গুলিতে আহত শিশুটি লাইফ সাপোর্টে

0
গুলিবিদ্ধ শিশুর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে হোয়াইক্যং এলাকায় প্রতিবাদী জনতার সড়ক অবরোধের একটি দৃশ্য।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান ভয়াবহ গৃহযুদ্ধের প্রভাব এবার সরাসরি আছড়ে পড়ল বাংলাদেশের সীমান্তে। আজ রোববার সকাল ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয়েছে হুজাইফা আফনান (৯) নামের এক শিশু। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি হুজাইফার মুখের এক পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করেছে, যার ফলে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এর আগে শিশুটি মারা গেছে বলে খবর রটলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিশুটি জীবিত থাকলেও তার অবস্থা সংকটাপন্ন।

গত তিন দিন ধরে মিয়ানমারের মংডু টাউনশিপ এলাকায় জান্তা বাহিনী বিমান ও ড্রোন হামলা জোরদার করেছে। অন্যদিকে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের তিনটি সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে সীমান্ত পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ওপার থেকে ছোড়া গুলি ও মর্টার শেলের শব্দে কেঁপে উঠছে এপারের উখিয়া ও টেকনাফের অন্তত ১১টি গ্রাম। উদ্ভূত পরিস্থিতিতে নাফ নদী ও সীমান্তজুড়ে টহল ও নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি ও কোস্টগার্ড।