বাগআঁচড়ায় ভেজাল গুড় তৈরির দুই কারাখানা, ৪০ হাজার টাকা জরিমানা

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শার বাগআঁচড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চিনি ও ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে দুটি কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে বাগআঁচড়া ঘোষপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ মাখদুম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। অভিযানে দেখা যায়, কারখানাদুটিতে চিনি, চিটাগুড়, ফিটকিরি ও বিভিন্ন ক্ষতিকর উপাদানের মিশ্রণে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি করা হচ্ছিল।

এই অপরাধে কারখানার মালিক আহম্মাদ আলী ও মশিয়ার রহমানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ মাখদুম জানান, খাদ্যে ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।