চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে

0
আগুন জ্বেলে উষ্ণতা: শীতের জাঁতাকলে খেটে খাওয়া মানুষ! ছবি।। এআই দিয়ে তৈরী প্রতীকী ছবি
লোকসমাজ ডেস্ক ॥ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত চুয়াডাঙ্গা জেলায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। ভোরবেলা ঘন কুয়াশা এবং হিমেল বাতাসে পুরো এলাকায় শীতের আমেজ তৈরি হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আগামীকাল শনিবার থেকে তাপমাত্রা আরও কমে ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে এবং শৈত্যপ্রবাহেরও আশঙ্কা রয়েছে।

শীত বাড়ার কারণে খেটে খাওয়া সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় দুর্ভোগ দেখা দিয়েছে। ভোরে পথে বের হওয়া রিকশাচালক ও ভ্যানচালকদের ঠান্ডায় কাজ করতে কষ্ট হচ্ছে। শীতের কারণে আয় কমলেও ওষুধের খরচ বেড়েছে। শীতে লোক দেরিতে মাঠে যাওয়ায় তাদের কাজের সুযোগ কমে গেছে, ফলে সারা দিনের উপার্জন কম হচ্ছে। অনেকেই শীত নিবারণে আগুন জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন।

এদিকে শীতজনিত রোগীর সংখ্যা বাড়তে থাকায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ বাড়তি চাপ সামলাচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যে রোটা ভাইরাসজনিত ডায়রিয়া, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের রোগী বেড়েছে।

এরই মধ্যে গ্রামাঞ্চলে খেজুরগাছিদের ব্যস্ততা বেড়েছে।  খেজুর গুড় ও পাটালি তৈরির জন্য রস সংগ্রহ শুরু হয়েছে এবং বিক্রিও ভালো হচ্ছে।