কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স স্থগিত, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে রোববার

0
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ।। ছবি: তারেক রহমানের ফেসবুক পেজ থেকে
লোকসমাজ ডেস্ক ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রক্রিয়াটি সাময়িকভাবে পিছিয়ে যাচ্ছে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে এখনো ঢাকায় এসে পৌঁছাতে পারেনি।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার পৌঁছাতে পারে।
মির্জা ফখরুল আরও বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে, তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ম্যাডামের শারীরিক অবস্থা উপযুক্ত থাকলে ইনশাআল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁকে দ্রুত বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারিগরি ত্রুটির কারণে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স না আসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেছে। এরই মধ্যে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে পৌঁছেছেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।