বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে কোরআন খতম ও দোয়া

0
দারুল উলুম মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদল।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও পরিপূর্ণ সুস্থতা কামনায় যশোর নগর ছাত্রদল এবং সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর যশোর দারুল উলুম মাদ্রাসায় কোরআন খতম ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, যশোর নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ ও সদস্য সচিব মাসুদ কাইসার ইস্তি, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন ও সদস্য সচিব পিকুল হোসেন, নগর ছাত্রদলের অন্যান্য যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, নিয়াজ মাহমুদ শিশির, হাবিবুর রহমান, সানজিদ হাসান মারুফ, নাঈম আল রাব্বিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘ জীবন কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি ও জনগণের কল্যাণ কামনা করেও বিশেষ দোয়া করা হয়।