কোটি টাকার স্বর্ণেরবারসহ ২ পাচারকারী আটক

0

লোকসমাজ ডেস্ক ॥ ২ কোটি ১১ লক্ষ ১৯ হাজার ২৪৪ টাকা মূল্যের স্বর্ণবারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) ভোরে যশোরের কোতোয়ালী থানাধীন মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১.১৬৪ কেজি ওজনের মোট ১০টি স্বর্ণবার উদ্ধার করে। এসময় আসামিদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় এই স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

আটককৃত ফরিদুল ইসলাম (২৮) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে। মাহাফুজ আলম (৩১) ঝিনাইদহ জেলার পান্তাপাড়া উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা ঢাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

তারা আরও জানায় যে, ঢাকার তাঁতিবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে তারা এই স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিল।

আটককৃত স্বর্ণের বাজারমূল্য ২,১০,৬৬,০৭২ টাকা। স্বর্ণবার ছাড়াও ৩টি মোবাইল ফোন (৪১,৫০০), ১টি ইয়ার বাট (১,৫০০), ১টি পাওয়ার ব্যাংক (২,০০০) এবং নগদ ৮,১৭২ টাকা জব্দ করা হয়েছে। সবমিলিয়ে উদ্ধারকৃত সামগ্রীর মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ১১ লক্ষ ১৯ হাজার ২৪৪ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও নজরদারি বাড়ানো হয়েছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান সফল হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।