খুলনা কারাগারে দুই মাদক কারবারির অনুসারীদের মধ্যে সংঘর্ষ

0

খুলনা ব্যুরো॥ খুলনা জেলা কারাগারের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই মাদক কারবারির অনুসারীদের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে কারাগারের অভ্যন্তরে এই হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

কারাগার সূত্র জানায়, বিকাল পৌঁনে ৫টার দিকে জেলা কারাগারের অভ্যন্তরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মাদক কারবারি রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষ অপর দুই মাদক কারবারি শিমুল ও কালা লাভলু গ্রুপের অনুসারীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় বন্দিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আধাঘণ্টার বেশি সময় ধরে এই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি।

খুলনা জেলা কারাগারের সুপার মো. নাসির উদ্দিন জানান, বিকাল পৌঁনে ৫টার দিকে বাবু ও লাবলু গ্রুপের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে মারামারির ঘটনা ঘটে। আধাঘণ্টার বেশি সময় ধরে এই মারামারি চলে। পরে কারারক্ষীরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন আহত হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় পরিস্থিতি কারা কর্তপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।

খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, ‘দুই মাদক কারবারি মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’