যশোরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য যুবদল, ছাত্রদল ও এলাকাবাসীর দোয়া

0

স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে দোয়া মাহফিল অব্যাহত রয়েছে। মঙ্গলবার জেলা যুবদল, ছাত্রদল এবং পূর্ব বারান্দীপাড়া এলাকাবাসীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের আয়োজনে বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

জেলা যুবদলের আয়োজনে প্রেসক্লাব যশোরে দেশনেত্রীর আরোগ্য কামনায় অপর একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৃথক দুটি দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

এদিকে গণতন্ত্রের মাতা আপোষহীন দেশনেত্রীর সুস্থতা কামনায় শহরের পূর্ববারান্দী কবরস্থানপাড়া এলাকাবাসীর উদ্যোগে বাদ জোহর স্থানীয় মাজহারুল উলুম কওমী মাদ্রাসায় দোআ-মোনাজাত করা হয়। পরে মাদ্রাসার কুরআন শিক্ষার্থীদের সম্মানে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।