যশোরের সাতমাইলে দুইটি বীজের দোকানে লাখ টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার সাতমাইল (বারীনগর) বাজারের সুজলা বীজ ভান্ডার ও সুফলা বীজ ভান্ডারকে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। বীজ ও সার বিক্রিতে অনিয়মের অপরাধে ওই দুটি প্রতিষ্ঠানকে এই অর্থদন্ড প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, সকাল সাড়ে ১০টার দিকে বারীনগর বাজারের সুজলা বীজ ভান্ডারে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, সুজলা বীজ ভান্ডারে মালিক রবিন কুমার বিএডিসি’র একজন ডিলার। তার দোকানে পর্যাপ্ত টিএসপি সার মজুদ রয়েছে। কিন্তু তিনি কৃষকদের মাঝে যথাযথ বিক্রি না করে মিথ্যা তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করেছেন।

এছাড়া অবৈধভাবে রড মিনিকেট বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় বীজ বিক্রির উদ্দেশ্যে গোডাউনে মজুদ করে রেখেছেন। এসব অপরাধে সুজলা বীজ ভান্ডারের মালিক রবিন কুমার রায়কে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তিনি আরো জানান, পরে একই বাজারের সুফলা বীজ ভান্ডারে অভিযান চালানো হয়।

এ সময় দেখা যায় সুফলা বীজ ভান্ডারের মালিক স্বপন কুমার দেবনাথ অবৈধভাবে রড মিনিকেটসহ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় বীজ বিক্রির উদ্দেশ্যে গোডাউনে মজুদ করে রেখেছেন। এ কারণে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।