যশোরে আরও ১০ করোনা রোগী, মোট সনাক্ত ৪৪

0

স্টাফ রিপোর্টার॥ গত চব্বিশ ঘণ্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৪৭টি নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা পজেটিভ এসেছে। এনিয়ে যশোরে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জন। যবিপ্রবির জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সোমবার ১০ম দিনে তিন জেলার ৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোরের ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের এবং ঝিনাইদহের ২৩ জনের নমুন পরীক্ষা করে আটজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়াও নড়াইলের দুইজনের নমুনা পরীক্ষা করা হলেও নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) যশোরের সিভিল সার্জন ডা. সেখ আবু শাহীন জানান, কমিউনিটি ট্রান্সমিশনের কারণে যশোরে করোনার রোগী বৃদ্ধি পাচ্ছে। গত সোমবার থেকে যশোরকে লকডাউন ঘোষণা করা হলেও তাতে কোনো লাভ হচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকেই। এদিকে গত ২৪ ঘণ্টায় যশোর জিনোম সেন্টারে মোট ৭২টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ‌্যে যশোরের ৪৭টির মধ্যে ১০টি, ঝিনাইদহের ২৩টির মধ্যে আটটি পজেটিভ এসেছে। এছাড়া নড়াইলের দুটি নমুনা পরীক্ষা করা হয়, দুটিই নেগেটিভ এসেছে।