চাঁচড়ায় ৭টি ককটেল, তিনটি পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা এবং বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ছয়টার দিকে যশোর কোতয়ালী মডেল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। এসময় আল মাসুদ রানা নামের এক যুবদল নেতাকে আটক করা হয়েছে।

আটককৃত আল মাসুদ রানা শহরের চাঁচড়া রায়পাড়া, রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সকাল ছয়টার দিকে রানার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় রানার বাড়ির রান্নাঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি কাঁচের বোতলে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু, একটি ছোরা, দুটি হাসুয়া উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো রানার কিনা, সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে যশোর নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি বলেন, “আল মাসুদ রানা অস্ত্রসহ আটকের বিষয়টি শুনেছি। ও দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। রানা ও ধরনের ছেলে না। তাকে ষড়যন্ত্র করে কেউ ফাঁসিয়ে দিচ্ছে।”

তিনি আরও বলেন, “বিষয়টি নিয়ে আমরা খোঁজ নিচ্ছি। যুবদল সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। ব্যক্তির দায় দল কখনো নিবে না।”