শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত

0

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিমাই চন্দ্র বিশ্বাস (৫০) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উপজেলার দোরাননগর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার চরমহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দোরাননগর গ্রামের কাশিনাথ বিশ্বাসের ছেলে।
স্থানীয় ও পারিবারিক স্থানীয় সূত্রে জানা যায়, নিমাই চন্দ্র বিশ্বাস মোটরসাইকেলে রাধানগর বাজার থেকে দোরাননগর গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। ওয়াপদা-লাঙ্গলবাঁধ সড়কের দোরানগর বটতলা মোড় এলাকায় পৌঁছালে বিপরিতগামী মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করেন। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে অবস্থার আরো অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা নামক স্থানে তাঁর মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, এ বিষয়ে নিহতের পরিবার থেকে কেউ আমাদের অবহিত করেননি। যে কারণে আইনগত কোন প্রক্রিয়া আমরা গ্রহন করিনি।