যশোরে ভারতীয় ৩১৭টি সিম কার্ডসহ ব্যবসায়ী আটক

0

স্টাফ রির্পোটার ।। তথ্য পাচার ও অবৈধভাবে ভিওআইপি ব্যবসার অভিযোগে বিপুল পরিমাণ ভারতীয় সিম কার্ডসহ বাবুল হোসেন নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটকৃত বাবুল হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার নোয়ালি গ্রামের মোহাম্মদ চাঁদ আলী বিশ্বাসের ছেলে। বর্তমানে সে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কাঁচা বাজার মসজিদ গলির খন্দকার মিলনের বাড়ির ভাড়াটিয়া। ওই ভাড়া বাসায় বসে তিনি অবৈধ ভিওআইপি’র ব্যবসা করতেন বলে পুলিশ জানিয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, গত রোববার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ যশোর শহরের চুয়াডাঙ্গা বাজার সমজিদ গলির খন্দকার মিলনের বাড়িতে অভিযান চালায়।

এসময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় বাবুলকে আটক ও দুইজন পালিয়ে যায়। এরপর ঘর তল্লাশি করে একটি ডেল কোম্পানির ল্যাপটপ, ভারতীয় বিভিন্ন কোম্পানির ৩১৭ টি সিম কার্ড (যার মধ্যে ভিওআইপি কোম্পানির ৪৭ টি এবং বিএসএনএল কোম্পানির ২৭০টি), ভিওআইপি’র কাজে ব্যবহৃত একটি কালো রং এর মেশিন, দু’টি বাংলাদেশি মোবাইল কোম্পানির সিম কার্ড এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বাদী হয়ে আটক আসামিসহ অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা করেছেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, বাবুল হোসেন বাংলাদেশ থেকে বিভিন্ন তথ্য ভারতসহ বহির্বিশ্বে অবৈধভাবে ভিওআইপির মাধ্যমে তথ্য পাচার করে আসছিল। সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তিনি এই ব্যবসার চালিয়ে যাচ্ছিলেন। ভারত থেকে অবৈধ পথে বিভিন্ন কোম্পানির মোবাইল সিম কার্ড দেশে এনে ব্যবসা করছিলেন। এই ঘটনায় তার বিরুদ্ধে বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বাবুল হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।