যশোরে সিনিয়র আইনজীবী মিন্টুর ইন্তিকাল, ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মো. বদরুজ্জামান মিন্টু শনিবার রাত ১১টা ৪০ মিনিটে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভারতের দিল্লির মালাঠা রাজ্যের মেডান্তা হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে মো. বদরুজ্জামান মিন্টুর মৃত্যুতে যশোরে রোববার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেভারেন্স এবং রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি আবু মোর্ত্তজা ছোট’র সভাপতিত্বে শোকসভায় তার কর্মময় জীবনের উপর স্মৃতিচারণমূলক আলোচনা করেন সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি মো. ইসহক, কাজী মুনিরুল হুদা, সাবেক সভাপতি রফিকুল ইসলাম পিটু, সাবেক সভাপতি দেবাশীষ দাস, আবু বকর সিদ্দিক, এস এম শরিফুল আলম মিলন, সাবেক সভাপতি এম ইদ্রিস আলী, সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম, আব্দুল মজিদ, সাবেক সভাপতি শরীফ নূর মো. আলী রেজা, মিলন কুমার মিত্র, পাবলিক প্রসিকিউটর সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু, এম এ লতিফ, সোহেল শামীম, হাবিবুর রহমান, কামরুজ্জামান, বর্তমান যুগ্ম সম্পাদক নুর আলম পান্নু ও ওয়াজিউর রহমান।

সভা পরিচালনা ও দোয়া পরিচালনা করেন যথাক্রমে সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর ও সদস্য মিজানুর রহমান (১)।