বিকাল ৫টার মধ্যে ঢাবির সব হল খালি করার নির্দেশ

0

লোকসমাজ ডেস্ক ॥ ভূমিকম্প নিয়ে আতঙ্কের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি ঘোষণা পর রোববার বিকাল ৫টার মধ্যে সব হল খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে প্রভোস্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, প্রভোস্ট কমিটির জরুরি ভার্চুয়াল সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়।

১. গত শনিবার জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলের শিক্ষার্থীদের রোববার বিকাল ৫টার মধ্যে হল খালি করার বিষয়ে স্ব-স্ব হলের প্রভোস্টদের দায়িত্ব দেওয়া হয়।

২. হল ছেড়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা তাদের মূল্যবান জিনিস-পত্র সঙ্গে নিয়ে বের হবে এবং কক্ষের চাবি হল প্রশাসনের কাছে জমা দিয়ে যাবে।

৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের ডাইনিং ও ক্যান্টিন বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন। এছাড়া উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রভোস্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আব্দুল্লাহ-আল-মামুন, সদস্য-সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও অন্যান্য প্রভোস্টরা ভার্চুয়াল সভায় যুক্ত ছিলেন।

শুক্রবার ৫.৭ মাত্রার ভূমিকম্পের সময় ঢাকা বিশ্বাবদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীদের লাফিয়ে পড়ে আহত হওয়ার খবর আসে। এর মধ্যে শনিবার আরো তিন দফা ভূমিকম্পের পর আতঙ্ক আরো বাড়ে।

এ অবস্থায় শনিবার প্রথমে একদিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়। পরে এক সিন্ডিকেট সভায় আতঙ্কে থাকা শিক্ষার্থীদের কথা বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়।