তাইজুলের টেস্ট ক্যারিয়ারে ৪০০ উইকেট দেখতে চান সাকিব

0

স্পোর্টস ডেস্ক ॥ আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান মিরপুর টেস্টে সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ড গড়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। তৃতীয় দিনে সাকিবের সমান ২৪৬ উইকেটের ঘরে দাঁড়ালেও পরদিন শনিবার (২৩ নভেম্বর) তাকে ছাড়িয়ে যান তিনি। এখন পর্যন্ত ৫৭ টেস্টে তাইজুলের উইকেটসংখ্যা ২৪৯, যা ম্যাচ চলাকালেই আরও বাড়তে পারে।

এ ঘটনায় তাইজুলকে শুভেচ্ছা জানিয়েছেন সাকিবও। ফেসবুকে তিনি লিখেছেন, ‘অভিনন্দন তাইজুল। ক্যারিয়ার শেষে তোমার নামের পাশে ৪০০ উইকেট দেখতে চাই। শুভকামনা।’

৭১ টেস্ট খেলে সাকিবের উইকেট ২৪৬-তাই তার চেয়ে ১৪ ম্যাচ কম খেলেই শীর্ষে উঠেছেন তাইজুল। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে নিজের অবস্থান পোক্ত করলেও সাকিব দীর্ঘদিন অলরাউন্ডার ভূমিকায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে তার সামনে এখন কেবল ওয়ানডে খেলার সম্ভাবনা- যা রাজনৈতিক জটিলতায় আপাতত স্থগিত।

রেকর্ড গড়ার আগেই সাকিবকে সম্মান জানিয়ে তাইজুল বলেছিলেন, সাকিব দেশের জন্য অনেক কিছু করেছেন, বিশ্বসেরা অলরাউন্ডার হওয়া কাকতালীয় নয়। তার পরামর্শ ও অভিজ্ঞতা দলের জন্য সবসময় সহায়ক ছিল।