ধানের শীষের পক্ষে ভোট চাইলেন মৎস্যজীবী দলের নেতারা

রামনগর রাজারহাট বাজারে লিফলেট বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে শনিবার সন্ধ্যায় যশোর শহরের রামনগর রাজারহাট বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি করেছে জেলা মৎস্যজীবী দল। এ সময় মৎস্যজীবী দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পথচারী, স্থানীয় ব্যবসায়ী এবং ক্রেতাদের কাছে যশোর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন টেনিয়া, সদস্য সচিব তুসার, সদর উপজেলা মৎসজীবী দলের আহ্বায়ক জাকির হোসেন মিঠু, সদস্য আব্দুল লতিফ, আজহার উদ্দিন, মোতালেব হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাহার আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, রামনগর ইউনিয়ন মৎস্যজীবী দলের নেতা মাসুদ, তাজ উদ্দিন, সোহেল, সেলিমসহ রামনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

​নেতৃবৃন্দ বলেন, যশোর-৩ আসনে অনিন্দ্য ইসলাম অমিতকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং যশোরের উন্নয়ন করার সুযোগ দিন। তারা প্রয়াত নেতা তরিকুল ইসলামের রেখে যাওয়া অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার সুযোগ দিতেও ভোটারদের প্রতি অনুরোধ জানান।