খুবিতে হলের পাশে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

0

খুলনা সংবাদদাতা॥ খুলনা বিশ্ববিদ্যালয়ের আহসানউল্লাহ হলের পাশে নয়ন (২৩) নামক এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে মহানগরীর হরিণটানা থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন হরিণটানার মালেক সরদারের ছেলে।
পুলিশ জানায়, মহানগরীর হরিণটানা থানাধীন খুলনা বিশ্ববিদ্যালয়ের আহসানউল্লাহ হলের কাছে ‘সুজন-ইব্রাহিম’ এর চায়ের দোকানের সামনে নয়ন (২৩) এবং রাকিব (২৩) গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাকিব ধারালো ছুরি দিয়ে নয়নের বুকের মাঝখানে কোপ দেয়। এ সময় রাকিব গ্রুপের রাজু (২০), সুজন (২২) ও শাকিব (২২) নয়নকে পেছন দিক থেকে ধরে রাখে। পরে নয়নের বন্ধুরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড। হত্যকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।