চৌগাছা সীমান্তে ১০ অবৈধ অনুপ্রবেশকারী আটক

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছার হিজলী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ কালে ১০ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শনিবার ভোরে তাদেরকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, শনিবার ভোরে চৌগাছার হিজলী সীমান্ত দিয়ে ১০ জন বাংলাদেশি অবৈধ ভাবে ভারত সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় হিজলী বিওপি ক্যাম্পর জোয়ানরা তাদেরকে আটক করেন।

আটকরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকি গ্রামের জিএম শরিফুল ইসলামে স্ত্রী মাসুরা বিবি (৩৫), জিএম শরিফুল ইসলামের ছেলে জিএম নুরুল ইসলাম (১৫) ও ওমর আলী (১২) এবং মেয়ে মিনারা খাতুন (৮), যশোরের কেশবপুর উপজেলার সুড়িহটি গ্রামের সরমান আলীর ছেলে আবু সাঈদ (৪৮) ও আবু সাঈদের স্ত্রী সখিনা বেগম (৪১), খুলনার তেরখাদা উপজেলার তেরখাদা গ্রামের মাসুদ মোল্লার ছেলে রাব্বি হাসান (২৩), রাব্বি হাসানের স্ত্রী নাসরিন বিবি (১৯) ও রাব্বি হাসানের মেয়ে রাহিলা খাতুন (২) এবং যশোরের চৌগাছা উপজেলার নায়ড়া গ্রামের আসাদুল গাজির ছেলে মুন্না মিয়া (১৮)।

হিজলী বিওপি ক্যাম্পের হাবিলদার আকিদুল ইসলাম বলেন, নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশ ভূখন্ড হতে আটক করে বেলা সাড়ে ১১ টার দিকে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন লেন, অনুপ্রবেশকারীদের শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।