মুশফিকের রেকর্ড অপেক্ষা নয়, বাংলাদেশ ২৯৭/৪ ডিক্লেয়ার, আয়ারল্যান্ডের জন্য ৫০৯ রানের লক্ষ্য

0
“শততম টেস্টে মুশফিকের শতক ও অর্ধশতক, মুমিনুলের ৬৩ ও ৮৭ রানের ইনিংস—ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলকে অগ্রাধিকার দিয়েই বাংলাদেশের বড় সংগ্রহ।” - সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক ॥ মুশফিকুর রহিম তার শততম টেস্টে শতক হাঁকিয়ে দলের সংগ্রহ বড় করেছেন। দ্বিতীয় ইনিংসেও অর্ধশতক তুলে টুইন সেঞ্চুরির সুযোগের দোরগোড়ায় ছিলেন। তবে মুমিনুল হকের বিদায়ের পরই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কারণ আরও একটি সেশন ব্যাটিং করলে ম্যাচ জয়ের সময় কমে যেত। ফলে ব্যক্তিগত রেকর্ড নয়, দলের প্রয়োজনকেই অগ্রাধিকার দিয়েছেন মুশফিক।

লাঞ্চের পর মুমিনুল হকের সেঞ্চুরির অপেক্ষায় আবার ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে ৮৭ রান করে আউট হওয়ায় ইনিংস ঘোষণা করা হয়। মুশফিক অপরাজিত ছিলেন ৫৩ রানে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান তুলেছে বাংলাদেশ, ফলে আয়ারল্যান্ডের জন্য ৫০৯ রানের জয়ের লক্ষ্য তৈরি হয়েছে।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের—২০০৩ সালে ৪১৮ রান। অর্থাৎ আয়ারল্যান্ডকে হারাতে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে।

মুশফিকের দলভিত্তিক সিদ্ধান্ত এবং ধারাবাহিক রান বাংলাদেশের জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে, যদিও মুমিনুল এখনও বড় ইনিংস তৈরি করতে পারছেন না।