যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

0

স্টাফ রির্পোটার।। যশোরে ট্রেনে কাটা পড়ে মোঃ জাহিদ আব্দুল্লাহ সিফাত নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোররাতে চুড়ামনকাটি ইউনিয়নের উত্তরপাড়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত যশোর সদর উপজেলার বড় হৈবতপুর, পোস্ট অফিস: বারীনগর এলাকার জাকির হোসেনের পুত্র।

স্থানীয়রা জানান, ভোরে রেললাইনের পাশে তার দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পারিবারিক সূত্রে জানাগেছে নিহত সিফাত অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত ছিল, ধারণা করা হচ্ছে সে অতিরিক্ত ঋণের কারণেই আত্মহত্যা করেছে।