চাঁচড়ায় প্রবাসবন্ধু ফোরামের কর্মশালা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চাঁচড়া ব্র্যাক লার্নিং সেন্টারে (বিএলসি) নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ প্রবাসবন্ধু ফোরামের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রোববার বিএলসির হলরুমে ইমপ্রুভমেন্ট সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নিং মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বরিশাল, মাদারীপুর ও যশোরের ৩০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় বলা হয়, বিদেশে থাকাকালীন বিভিন্ন ধরনের মানসিক চাপ, নির্যাতন, বৈষম্য ও বিভিন্ন ধরনের হয়রানি ও বিদেশ ফেরত নারী কর্মীরা যাদের অধিকাংশই মধ্যপ্রাচ্যে গৃহকর্মের কাজে যুক্ত থাকাদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হওয়ার মত ঘটনা ঘটে।

ফলে দেশে ফেরার পর তাদের জরুরি চিকিৎসা, পুনরায় মানসিক মনোবল ও সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য কাউসিলিংসহ আইনি ও আর্থিক সহায়তায় ব্র্যাক মাইগ্রেন প্রোগ্রাম দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।