রাজনীতির নতুন দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই -ডাকসু ভিপি

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, আমরা রাজনীতির নতুন দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই। যে রাজনীতি হবে গরিবের জন্যে, সমতার জন্যে, মুক্তির জন্যে, ইসলামের জন্যে। তিনি বলেন, দেশে চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। হাসপাতালগুলো সিন্ডিকেট মুক্ত করতে হবে।

আবু সাদিক কায়েম আরও বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ পেয়েছি। গত ৫৪ বছরেও বাংলাদেশের মানুষ মুক্তি পায়নি। যতদিন ইনসাফ কায়েম না হবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে। এদেশের তরুণ প্রজন্ম ভোট থেকে বঞ্চিত হয়েছে। এবার সময় এসেছে ভোটের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠিত করার।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর গণজমায়েত অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শুক্রবার বিকেলে ঝিকরগাছা বিএম হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত গণজমায়েতে সভাপতিত্ব করেন, উপজেলা আমির মাওলানা আব্দুল আলীম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা)আসনের জামায়াতের এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, যশোর -১ (শার্শা) আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর- ৩ (সদর) আসনের জামায়াতের প্রার্থী আব্দুল কাদের ও যশোর-৫ আসনের প্রার্থী গাজী এনামুল হক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, জামায়াত নেতা গোলাম কুদ্দুস, যশোর জেলা পশ্চিমের ছাত্র শিবিরের সভাপতি ইসমাইল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান ও শিবির নেতা খালিদ বিন খলিল।

উপস্থিত ছিলেন, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান, মাওলানা দ্বীন ইসলাম, হাবিব কাইসার, শ্রমিক কল্যাণ ফেডারশনের সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর কবির, পৌর জামায়াতের আমির আব্দুল হামিদ, নাভারণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক প্রমুখ।