ভারী কাজের সময় আহত শিশু শ্রমিক আরাফাতের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের রামনগরে কাজ করার সময় আহত শিশু শ্রমিক আরাফাত (১৩) বৃহস্পতিবার রাতে মারা গেছেন। আরাফাত সদর উপজেলার রামনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানিয়েছেন, সদর উপজেলার রামনগর পিকনিক কর্নারের গাজী ওয়ার্কশপে কাজ করার সময় সকালে দুর্ঘটনাটি ঘটে। আরাফাত একটি বাসের মেরামতের কাজে নিয়োজিত ছিল। কাজের সময় দুর্ঘটনাবশত বাসের জগ তার শরীরের ওপর পড়ে, ফলে সে গুরুতর আহত হয়।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেন। ঢাকার কাছাকাছি পৌঁছানোর পর পরিবারকে জানানো হয়, আরাফাতের মৃত্যু হয়েছে। পরিবার ও স্থানীয়রা শোকাহত হয়ে তাকে শুক্রবার দুপুরে কবরস্থ করেন।