রামপালে অবরুদ্ধ দলিত পরিবারের পথের দাবিতে মানববন্ধন

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে পথের দাবিতে অবরুদ্ধ দলিত ৬ টি পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন। বুধবার দুপুরে উপজেলার ভাগা বাজার সংলগ্ন মহাসড়কে তারা মানববন্ধন করেন।

মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, তারা হাতিরবেড় গ্রামে ছয়টি অসহায় পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ৬ বছর ধরে নিম্নবর্ণের হিন্দু ওই পরিবার মানবেতর জীবনযাপন করছে। কারণ যাতায়াতের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা প্রায় অবরুদ্ধ রয়েছেন।

তারা আরো জানান, হাতিরবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব-দক্ষিণ কোণে তারা বসবাস করেন। মৃত নিরোদ দাসের পাঁচ ছেলে সঞ্জয় দাস, কিশোর দাস, নয়ন দাস, অসীম দাস ও কৃষ্ণ দাস ও সঞ্জয় দাসের ছেলে সজল দাসসহ মোট ছয়টি পরিবারের ২৩ জন সদস্য বসবাস করেন। এর মধ্যে ১১ জন শিশু ও কিশোর রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না আক্তার বলেন, দেওয়াল নির্মাণের সময় আমরা বলেছিলাম, এক হাত জায়গা ছাড়লে তাদের জন্যে পথ রাখা যাবে। কিন্তু তারা জায়গা দিতে রাজি হয়নি।

তবে সঞ্জয় ও কিশোর দাস এ দাবি অস্বীকার করে বলেন, আমরা কখনো জায়গা দিতে অস্বীকার করিনি। আমাদের কথা কেউ শোনেননি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, জেলা শিক্ষা অফিসারের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

ইউএনও তামান্না ফেরদৌসী বলেন, বিষয়টি অমানবিক হলেও এটি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন। তারা চাইলে দ্রুত সমাধান সম্ভব।