তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল উপশহর, ইছালী ও চাঁচড়ার জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শুক্রবার তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তিনটি ম্যাচেই জয়লাভ করেছে উপশহর, ইছালী ও চাঁচড়া ইউনিয়ন। যশোর শামস-উল-হুদা ফুটবল একাডেমি মাঠ, বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং রুদ্রপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসব ম্যাচ অনুষ্ঠিত হয়।

শামস-উল-হুদা ফুটবল একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় ফতেপুর বনাম উপশহর ইউনিয়ন। এ খেলায় উপশহর ৩-০ গোলে জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে খেলার ১৭ ও ৩৭ মিনিটে জুনিয়র বুয়েটিং ২টি এবং ২৬ মিনিটে বেনজামিন ১টি গোল করেন। বিজয়ী দলের বেনজামিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। খেলায় অংশগ্রহণকারী দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ প্রমুখ।

শহরতলীর বিরামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় নওয়াপাড়া বনাম ইছালী ইউনিয়ন। এ খেলায় ইছালী ইউনিয়ন ১-০ গোলে জয়লাভ করে। খেলার ৬৮ মিনিটে বিজয়ী দলের পক্ষে জনি জয়সূচক গোলটি করেন। এ ম্যাচে জয়ের নায়ক জনি সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। খেলায় অংশগ্রহণকারী দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়।

রুদ্রপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় চাঁচড়া বনাম নরেন্দ্রপুর ইউনিয়ন। এ খেলায় টাইব্রেকারে চাঁচড়া ইউনিয়ন ৪-২ গোলে জয়লাভ করে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হওয়ায় ফলাফল নির্ধারণ গড়ায় টাইব্রেকারে। এ খেলায় চাঁচড়ার গোলরক্ষক শান্ত সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। খেলায় অংশগ্রহণকারী দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়।

এদিকে উপশহর একটি ম্যাচে জয় নিয়ে গোল ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। চাঁচড়া ইউনিয়ন একটিতে জয় এবং একটিতে ড্র নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে ইছালী ইউনিয়ন ম্যাচ জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। প্রতিপক্ষ নওয়াপাড়া নিজেদের দুটি ম্যাচের গোল ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।