হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

0

লোকসমাজ ডেস্ক॥ দুই ম্যাচ টেস্ট সিরিজে ঘরের মাঠে শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা। গলেতে প্রথম টেস্টে সাত উইকেটে জিতেছিল ইংল্যান্ড। একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ টেস্টে সোমবার ইংলিশ শিবির জিতেছে ৬ উইকেটে। ফলে ২-০ তে সিরিজ জিতল জো রুট শিবির। প্রথম ইনিংসে ৩৮১ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ইংল্যান্ড করে ৩৪৪ রান। দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারেনি লঙ্কান শিবির। ইংলিশদের বোলিং আক্রমণে হুড়মুড়িয়ে পড়ে শ্রীলঙ্কা ব্যাটিং লাইনআপ। মাত্র ১২৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য ইংল্যান্ডের টার্গেট দাড়ায় ১৬৪ রান। সে লক্ষ্য ইংল্যান্ড ছুয়ে ফেলে ৪ উইকেট হারিয়ে। একদিন হাতে রেখে দ্বিতীয় ম্যাচ রুট শিবির জেতে ৬ উইকেটে. ৪৩.৩ ওভার। রোববার ম্যাচের তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের রান ছিল ৯ উইকেটে ৩৩৯ রান। সোমবার ম্যাচের চতুর্থ দিনে সেই স্কোরে পাঁচ রান যোগ করতেই অল আউট রুট বাহিনী। জবাবে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে নাকাল শ্রীলঙ্কা। ৭৮ রানে হারায় ৮ উইকেট। শেষ দিকে বোলার লাসিথের দৃঢ়তায় একশ পার করে দলটি। তারপরও দলটি গুটিয়ে যায় ১২৬ রানে।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন লাসিথ। বল হাতে ইংলিশ শিবিরে এই লঙ্কান নিয়েছিল সাত উইকেট। এবার ব্যাট হাতেও দেখান নিজের কারিকুরি। এছাড়া শ্রীলঙ্কার কোন ব্যাটসম্যান ছুতে পারেননি ২০ রান। রমেশ মেন্ডিজ ১৬, কুশল পেরেরা ১৪, থিরিমান্নে ১৩, সুরঙ্গ লাকমল ১১* রান করেন। বাকিদের কেউ ছুতে পারেনি দুই অঙ্কের রান। বল হাতে ইংল্যান্ডের হয়ে চারটি করে উইকেট নেন ডম বেস ও জ্যাক লিচ। অধিনায়ক রুট নেন দুটি উইকেট। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার ডম সিবলি। ৫৬ রানে তিনি থাকেন অপরাজিত। জস বাটলার ছিলেন অপরাজিত ৪৬ রানে। এছাড়া বেয়ারস্টো ২৯ রান করেন। প্রথম ইনিংসে ১৮৬ রান করা ইংলিশ অধিনায়ক রুট দ্বিতীয় ইনিংসে করতে পারেন মাত্র ১১ রান।