শেষ বলে ‘থ্রো’, ক্ষমা চাইলেন আকবর

0

লোকসমাজ ডেস্ক ॥ শেষ মুহূর্তে কী ভেবেছিলেন আকবর আলী, তিনি নিজেও জানেন না। রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে নাটকীয় ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করার পরও নিজের ভুল থ্রোর ব্যাখ্যা দিতে পারেননি বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক। পুরস্কার বিতরণী মঞ্চে সবার কাছে ক্ষমাও চান তিনি।

শেষ বলে ভারতের প্রয়োজন ছিল ৪ রান। লং অনে ক্যাচ তোলা শটে দুই রান নেওয়ার পর স্টাম্প ভাঙতে বল ছোড়েন আকবর। কিন্তু সেখানে কেউ ছিলেন না। বল চলে গেলে সুযোগ পেয়ে ভারত ব্যাটাররা নেন তৃতীয় রান, ম্যাচও হয় টাই। অথচ বলটি ধরে রাখলেই বা ধীরে গিয়ে স্টাম্প ভাঙলেই ১ রানে জিতে যেত বাংলাদেশ।

ঘটনা প্রসঙ্গে আকবর বলেন, ‘সমীকরণটা জানতাম। কিন্তু শেষ বলে মাথায় কী হয়েছিল জানি না। থ্রো করে ফেলেছি। আমাদের সমর্থকদের কাছে ক্ষমা চাই।’

তবে সুপার ওভারে ম্যাচ ঘুরিয়ে দেয় বাংলাদেশ। রিপন মণ্ডলের দুর্দান্ত বোলিংয়ে ভারত কোনো রানই তুলতে পারেনি। মাত্র ১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারালেও ওয়াইড থেকে আসে জয়ী রান। দায়িত্ব নিতে নেমে ভাগ্যও সঙ্গ দেয় আকবরের।

এর আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ‘এ’ দল তোলে ৬ উইকেটে ১৯৪ রান। ওপেনার হাবিবুর রহমান ৪৬ বলে করেন ৬৫, আর শেষ দিকে এস এম মেহরব মাত্র ১৮ বলে ৬ ছক্কায় অপরাজিত ৪৮ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন।

শেষ ওভারে ১৫ রান ডিফেন্ড করে ম্যাচে ফেরান স্পিনার রাকিবুল। জিশানের ক্যাচ মিস ও আকবরের ভুল সত্ত্বেও দল জয়ের পথ খুঁজে পায়। আকবর বলেন, ‘লক্ষ্য ছিল ১৮০। কিন্তু মেহরব ও ইয়াসির অসাধারণ ফিনিশ করেছে। এখনো বিশ্বাসই হচ্ছে না।’