ঝিকরগাছায় বোধখানা বাঁওড়ে নৌকা ও জাল ফেলে পালালো চোর

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় বোধখানা বাঁওড় থেকে চোরাই মাছসহ নৌকা ও জাল জব্দ করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার গদখালী ইউনিয়নের বোধখানা বাঁওড় থেকে এগুলো জব্দ করা হয়।

বাঁওড় ইজারাদার জাহিদ হাসান জানান, স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র নৌকা ও জাল নিয়ে গভীর রাতে বাঁওড় থেকে মাছ চুরি করে। এ কারণে বাঁওড়ের গার্ডদের সতর্ক রাখা হয়। এদিন ভোরে বাঁওড়ের গার্ডরা মাছ চুরির বিষয়টি টের পান। তখন তারা একত্রিত হয়ে চোরচক্রকে ধাওয়া করেন।

এ সময় চোরা মাছ, নৌকা ও জাল ফেলে ফেলে পালিয়ে যায় চোর। পরে বাঁওড়ের গার্ডরা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ বাঁওড় থেকে চোরাই মাছ, নৌকা ও জাল জব্দ করে।

এসআই সোবহান বলেন, জব্দ মালামাল থানা হেফাজতে আছে। মামলার প্রক্রিয়া চলছে।