যশোরের ৩৬তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোহাম্মদ আশেক হাসান

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ৩৬তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোহাম্মদ আশেক হাসান। তিনি মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে সোমবার বিকেলে ৩৫তম জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামকে প্রচলিত প্রথা অনুযায়ী যশোরের শেষ সীমানা পর্যন্ত এগিয়ে দেন অতিরিক্ত জেলা প্রশাসকগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মো. আজাহারুল ইসলাম ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর যশোরে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছিলেন।

সূত্র মতে, নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান সর্বশেষ ফরিদপুরে জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গোপালগঞ্জ জেলার বাসিন্দা মোহাম্মদ আশেক হাসান এর আগে যশোরের বাঘারপাড়া ও খুলনার ডুমুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে তিনি রাজবাড়ী জেলাতেও কর্মরত ছিলেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগে ১৯৯৮-৯৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি ২৭তম বিসিএসের মাধ্যমে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন।