ইবিতে মিষ্টি বিতরণ

0

ইবি সংবাদদাতা॥ পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ে উল্লাস করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা মিষ্টি বিতরণ করেন।

সোমবার দুপুরে ঝাল চত্বরে শেখ হাসিনার রায় পর্দায় দেখানোর ব্যবস্থা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। সরাসরি রায় দেখতে ভিড় করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থী তানভীর মন্ডল বলেন, দীর্ঘদিনের বহুল প্রত্যাশিত খুনি হাসিনার রায় হয়েছে। জুলাইয়ের গণহত্যাসহ দীর্ঘ ১৭ বছরে অন্যায়, দুর্নীতি ও নির্যাতনের স্ট্রিমরোলার চালিয়েছিল খুনি হাসিনা। আজ তার বিরুদ্ধে এক ঐতিহাসিক রায় হয়েছে। এটি আপামর মানুষের প্রত্যাশা ছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালানো খুনি হাসিনার বিরূদ্ধে যে রায় এসেছে আমরা তাতে খুশি।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, খুনি হাসিনার বিরুদ্ধে যে রায় এসেছে আমরা তাতে আনন্দিত। এখানে আইনের কোন ব্যত্যয় ঘটেনি।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, আমাদের ছাত্র-জনতার একাংশকে হত্যা করে লাশগুলো পুড়িয়ে ফেলেছে, গণকবর দিয়েছে হাসিনা।