ভারতকে দণ্ডিত হাসিনাকে অতিদ্রুত ফেরৎ দিতে হবে : রাশেদ খান

0

ঝিনাইদহ সংবাদদাতা ॥ জুলাই হত্যাকান্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদন্ডের রায়ের প্রতিক্রিয়া জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, যত বড়ই নেতা হোক আইনের উর্ধ্বে কেউ নন, অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। এখন ভারতকে দণ্ডিত শেখ হাসিনাকে অতিদ্রুত ফেরৎ দিতে হবে। কারণ বাংলাদেশর আইন ও সংবিধান মেনে শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রদান করা হয়েছে। রাশেদ খান সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন।

রাশেদ খান আরও বলেন, এই রায় ঘোষণার পর যদি মোদি সরকার মনে করে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সম্পর্ক রাখবে না, শুধু হাসিনা ও তার দলের সঙ্গে সুসম্পর্ক রাখবে সেক্ষেত্রে ভারত সরকারকে বলবো আপনারা আওয়ামী লীগকে পুরোপুরি ভারতে নিয়ে যান এবং তারা ভারতে গিয়ে রাজনীতি করুক।

তিনি বলেন, এই বাংলাদেশে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নেই। আগামী ৫০ বছরেও আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না। এদেশের ছাত্রজনতা যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা আর কোনদিন আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবে না।

রাশেদ খান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, শেখ হাসিনার গণহত্যাসহ নানা অপরাধের তথ্য প্রমাণ সংগ্রহ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারা ইতিহাসে মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এ সময় গণঅধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।