ধানমন্ডি ৩২-এ বুলডোজার ঢুকতে পুলিশের বাধা

0

লোকসমাজ ডেস্ক ॥ ধানমন্ডি ৩২ নম্বরে একদল তরুণ স্লোগান দিতে দিতে বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা করে। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার কিছু পর ট্রাকে করে দুটি বুলডোজার নেওয়া হয় ধানমন্ডি ৩২ নম্বরের দিকে। তবে তরুণদের বুলডোজার নিয়ে প্রবেশের সময় বাধা দেয় পুলিশ। তারা বলছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেওয়ার সুযোগ নেই।

৩২ নম্বরে প্রবেশের রাস্তায় সাঁজোয়া যান রাখা হয়েছে। এছাড়া সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

এর আগে ধানমন্ডির দিকে বুলডোজার নিয়ে যাওয়ার সময় সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তারা জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এখানে আছেন।

উত্তেজনাকর পরিবেশের কারণে ধানমন্ডি এলাকায় জনসাধারণের চলাচল সীমিত হয়ে গেছে।