আমাদের লক্ষ্য দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া : নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, আমরা যারা বিএনপির রাজনীতি করি আমাদের একটি লক্ষ্য দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া। আমরা দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই।

আজ অনেক রাজনৈতিক দল গণতন্ত্রের কথা বলছে, কিন্তু গণতন্ত্রের জন্য তাদের কি অবদান? সেটি জনগণ ভালোভাবে জানে। নির্বাচনের সময় এলেই তারা গণতন্ত্রের কথা বলে। কিন্তু তাদের বিগত দিনের কার্যকলাপ গণতন্ত্রের পক্ষে যায় কি না-সেটাও সকলের জানা আছে।

শনিবার যশোর নগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ষষ্ঠিতলা পাড়ায় অনুষ্ঠিত বৈঠকে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, যারা ক্ষমতায় থাকে তাদের হাতে লাঠি,টিয়ার গ্যাস, বন্দুক অনেক কিছুই থাকে। কিন্তু নিরস্ত্র জনগণের হাতে ভোট নামক একটি অস্ত্র থাকে। যা স্বাধীনভাবে প্রয়োগ করার অধিকার রয়েছে। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের সেই অধিকার কেড়ে নিয়েছিলো।

জনগণ নির্ভয়ে স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারে সে জন্য আমরা লড়াই করেছি। দেশে বারংবার গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। যে অপশক্তি আমাদের ওপর খবরদারি করতে চায় তারা বাংলাদেশ একটি স্বাধীন মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে দাঁড়াতে পারে, সেটি কোন দিনই চায় না। এজন্য তারা সব সময় দেশ নিয়ে ষড়যন্ত্র করতে থাকে। আগামী দিনে তাদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।

বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবিএম আখতারুজ্জামানের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।