গ্যাস লাইটারের আগুনে পুড়ে ছাই বসতবাড়ি

0

ঝিকরগাছা (যশোর)সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছার পল্লীতে গ্যাস লাইটের আগুনে পুড়ে ছাই হয়েছে বসতবাড়ি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের সাদীপুর গ্রামের মালোপাড়া সন্নাসী বিশ্বাসের ছেলে সুজন কুমারের বাড়িতে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রতিবেশী সুজয় কুমার জানান, ঘটনার সময় সুজন কুমারের শিশু সন্তান গ্যাস লাইটার নিয়ে খেলা করছিলো।অসাবধনতাবশত সেখান থেকে আগুনের সূত্রপাত বলে সবার ধারণা । ঘরের ভেতরে দুটি মোটরসাইকেল থাকায় পেট্রোলের আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে।

সুজন কুমার বলেন, তার ভাই মিঠুন প্রবাসে (রাশিয়া) যাওয়ার জন্যে তাকে নিয়ে বিমান বন্দরে যাচ্ছিলেন। পথে বসতবাড়িতে আগুন লাগার খবর পান। আগুন লাগার সাথে সাথে সবাই বেরিয়ে আসে। তবে আসবাবপত্র পুড়ে গেছে।