খুলনায় দুর্নীতি মামলায় আ.লীগের এমপি মিজানের ৮ বছরের সাজা

0

খুলনা ব্যুরো ॥ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে আট বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ৯৮৯ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ আগস্ট তথ্য গোপন করে জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ। তদন্ত শেষে ২০২১ সালের ২৩ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি। সংশ্লিষ্ট আদালতের স্টেনোগ্রাফার মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, রায়ের প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী সালাহ উদ্দিন খান বলেন, আসামির দাবি, শেখ পরিবারের রোষানলে তাকে রাজনৈতিক মাঠ থেকে মাইনাস করতেই এ মামলা করা হয়েছে।

তিনি একজন সংসদ সদস্য ছিলেন। তার বিরুদ্ধে মাত্র ১ কোটি ৫৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়েছে। যা মোটেও সত্য নয়। এ রায়ে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।