রূপসায় পড়ে নিখোঁজ ক্লিনিক কর্মকর্তার লাশ উদ্ধার

0

লোকসমাজ ডেস্ক ॥ খুলনার রূপসা নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সন্ধানী ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা (অ্যাডমিন) শেখ মহিদুল হক মিঠু (৪৫)-এর লাশ করেছে নৌপুলিশ।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে রূপসা রেলব্রিজসংলগ্ন পাওয়ার প্লান্ট (জাবুসা)-এর সামনে নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। গত রবিবার (৯ নভেম্বর) পূর্ব রূপসা ঘাটে যাত্রীবাহী ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন মিঠু।

রূপসা নৌ পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) জিন্নাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৯ নভেম্বর রাত ১১টার দিকে পূর্ব রূপসা ঘাটে যাত্রীবাহী ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন মিঠু। রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে রূপসা উপজেলার তালিমপুর গ্রামের বাড়ি ফিরছিলেন তিনি। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।