প্রধান উপদেষ্টাকে প্রাণনাশের হুমকি, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

0

লোকসমাজ ডেস্ক ॥ নিজ ফেসবুক লাইভে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বাঁশখালীর ছাত্রলীগ নেতা শেফায়েতুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) ভোরে কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরের একটি এলাকা থেকে তাকে আটক করে।

ইমরান সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরোধী প্রচারণা ও উস্কানিমূলক বক্তব্য ছড়াতেন। সর্বশেষ ৯ নভেম্বর বাঁশখালীর প্রধান সড়কে একটি নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের নেতৃত্ব দেন। পুলিশ জানায়, হুমকিমূলক ভিডিও প্রকাশের পর থেকে ইমরান পলাতক ছিলেন এবং তাকে ধরতে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও কক্সবাজারে অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধুখালী এলাকার রেজাউল করিমের ছেলে। সম্প্রতি তিনি বিএম কনটেইনার ডিপোতে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন, কিন্তু ফেসবুক লাইভের ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে চাকরিচ্যুত করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ইমরানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।