কাশিমপুরে উঠান বৈঠকে ধানের শীষে ভোট চাইলেন অনিন্দ্য ইসলাম অমিত

0

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা ॥ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত গতকাল মঙ্গলবার বিকেলে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন। এসময় স্থানীয় দৌলতদিহি মাঠপাড়ায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

বৈঠকে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি কৃষক পরিবারের জন্য কৃষি কার্ড করা হবে। এছাড়াও দেশের অবহেলিত জনগোষ্ঠীর জন্য সকল সুযোগ সুবিধা দেওয়া হবে।

তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি সরকার গঠন করলে যশোর সদর উপজেলাকে মডেল হিসেবে গড়ে তোলা হবে।

ওয়ার্ড বিএনপির সভাপতি ইমদাদুল হক মিলনের সভাপতিত্বে উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা যুবদলের আহবায়ক তানভীর রায়হান তুহিন,থানা বিএনপি নেতা মোস্তফা এনামুল বারী বাবলু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম খান,সহ- সভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল আহমেদ, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহিম তরফদার, পলাশ আহমেদ, আক্তার হোসেন প্রমুখ।