শার্শায় তৃপ্তির উঠান বৈঠক

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি মঙ্গলবার বিকেলে শার্শার কায়বা ইউনিয়ন বিএনপির উদ্যোগে উঠান বৈঠক করেন।

চালতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও দলীয় প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।

শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদের সভাপতিত্বে বৈঠকে তৃপ্তি বলেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করবেন।