যশোরে ঈদ উপহার বিতরণ শ্রমিকলীগের

0

 

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যশোরে শ্রমিকদের মধ্যে ঈদ উপহার সামগ্রি বিতরণ করেছে জেলা শ্রমিক লীগ। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে শহরের ঘোপের জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের বাস ভবনের সামনে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সদর উপজেলা শ্রমিক লীগ ও জেলা নির্মাণ শ্রমিক লীগের আয়োজনে এ ঈদ উপহার সামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শ্রমিক লীগের সহসভাপতি আজিজুল আলম মিন্টু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোবাশ্বের হোসেন বাবু, আওয়ামী লীগ নেতা তরফদার অহিদুল ইসলাম, সামির ইসলাম পিয়াস, প্রফেসর মোয়াজ্জেম হোসেন, শহর আওয়ামী লীগ নেতা আমিন মীর প্রমুখ। বিজ্ঞপ্তি ।