রামপালে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহতের প্রতিবাদে মানববন্ধন

0

রামপাল (বাগেরহাট)সংবাদদাতা॥ রামপালে সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামিল ইজারদারের নিহতের প্রতিবাদে কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক ও শিক্ষিকা শোক মিছিল ও মানববন্ধন করেন। তারা দুর্ঘটনা এড়াতে খুলনা-মোংলা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের দাবিতে স্মারকলিপি দেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের ব্যানারে উপজেলা পরিষদ চত্বর থেকে শোক মিছিল বের হয়। পরে সদরের মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হয়ে খুলনা-মোংলা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের দাবিতে ঘন্টব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসিকে স্মারকলিপি দেন।

পরে সহকারী শিক্ষক মো. আবুল বাশারের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরণসভায় প্রয়াত জামিল ইজারদারের জীবন ও কর্মের ওপর আলোচনা করা হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলীর সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অথিতির বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জাহান।

অন্যান্যের ভেতর বক্তৃতা করেন, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শিকদার আতিকুর রহমান, অবসরপ্রাপ্ত সাবেক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ওসমান গণি, সহকারী শিক্ষা কর্মকর্তা সঞ্জয় সানা, প্রধান শিক্ষক তাপস পাল, মো. মনিরুল ইসলাম, মো. ইজাদুল হক, তরফদার মুক্তাদির হোসেন, দিপঙ্কর কুমার পাল, শরিফুল ইসলাম, মো. খায়রুল আলম প্রমুখ।