ঝিনাইদহে চুরি হওয়া ৮৪টি মোবাইল ফোন ও টাকা ফেরত পেল মালিক

0

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ হারিয়ে যাওয়া ও চুরি-ছিনতাই হওয়া ৮৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এ সময় প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৬৪ হাজার টাকাও প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়।

রোববার সকালে ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া উপস্থিত থেকে এসব মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেন। এ সময় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই খালিদ হাসান ও এএসআই ইখলাচুর রহমান মিঠু উপস্থিত ছিলেন।

এক বিজ্ঞপ্তিতে সাইবার সেল জানিয়েছে, অভিযোগ ও জিডির ভিত্তিতে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয় এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সহায়তায় খোয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে দেওয়া হয়।

ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এএসআই ইখলাচুর রহমান মিঠু জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের সেবা ও নিরাপত্তায় ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সাইবার সেলের এই সফলতা নিয়ে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মনজুর মোরশেদ বলেন, সাইবার অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।